অদ্য ২৬ এপ্রিল ২০১৯ ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকা
জনাব সাইমুন সরওয়ার কমল ,মাননীয় সংসদ সদস্য ২৯৬, কক্সবাজার-০৩, উপস্থিত থেকে রামু বিদ্যুৎ সরবরাহ, বিউবো, কক্সবাজারের আওতাধীন রামু উপজেলার পূর্বরাজারকুলে নবনির্মিত ২ কিঃ মিঃ ১১ কেভি বিতরণ লাইনের শুভ উদ্বোধন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে উল্লেখিত ১১ বিতরণ লাইনের নির্মাণ কাজ অনেক পূর্বে শেষ হলেও কতিপয় স্থানীয়দের বাধার সম্মুখে লাইনটি চালু করা যায় নি। যার প্রেক্ষিতে প্রকৌঃ এস, এম,মঈনূল ইসলাম, আবাসিক প্রকৌশলী, রামু বিদ্যুৎ সরবরাহের অনুরোধে মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুন সরওয়ার কমল একটি জনসভা শেষে উক্ত স্থানে উপস্থিত হয়ে বাধাদানকারী স্থানিয়দের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে উক্ত ১১ কেভি বিতরণ লাইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তাৎক্ষনিক উল্লেখিত ১১ কেভি বিতরণ লাইন চালুর সংবাদ প্রকৌঃ আব্দুল কাদের গনি, নির্বাহী প্রকৌশলী, বিতরণ বিভাগ, বিউবো, কক্সবাজারকে মুঠোফোনে জানানো হলে তিনি আবাসিক প্রকৌশলীর মাধ্যমে মাননীয় সংসদ সদস্য কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং দীর্ঘ দিনের ঝুলে থাকা সমস্যার সমাধান করায় রামু বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী এস,এম,মঈনূল ইসলাম সহ কর্মরত সকলের প্রশংসা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস