সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
বিদ্যুতের লোড বৃদ্ধিকরণের জন্য গ্রাহককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট ফি জমা দিয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করতে হয়। পরবর্তীতে আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে সন্তোষজনক হলে নির্বাহী/উপ-বিভাগীয়/সহকারী/উপ-সহকারী/ আবাসিক প্রকৌশলী কর্তৃক সরজমিনে মাঠ সার্ভে করা হয়। মাঠ সার্ভে সন্তোষজনক হলে বিদ্যুতের লোড বৃদ্ধিকরণের আবেদনটি অনুমোদন করে ডিমান্ড নোট প্রদান করা হয়। অতঃপর গ্রাহক ব্যাংকে টাকা জমা দেওয়ার পর বিউবোর কারিগরি দল গ্রাহককে বর্ধিত লোডের জন্য নতুন মিটার প্রদানকরত বর্ধিত লোডে বিদ্যুৎ সংযোগ প্রদান করে থাকে। |
সেবা প্রাপ্তির সময় |
১-৩ মাস |
প্রয়োজনীয় ফি |
• সিঙ্গেল ফেইজ (২-তার) ২৩০ ভোল্ট আবাসিক ও বাণিজ্যিক সংযোগের জন্য প্রতি কি.ও.- ৩৭৫ টা: • থ্রি- ফেইজ (৪-তার) ৪০০ ভোল্ট আবাসিক ও বাণিজ্যিক সংযোগের জন্য প্রতি কি.ও. -৫৫০টা: • থ্রি- ফেইজ (৪-তার) ৪০০ ভোল্ট সেচ, অনাবাসিক ও ক্ষুদ্র শিল্পের সংযোগের জন্য প্রতি কি:ও: -৬০০টা: • থ্রি- ফেইজ (৩-তার) ১১০০০ ভোল্ট সংযোগের জন্য প্রতি কি.ও. ক্ষেত্রে -৬০০টা: |
সেবা প্রাপ্তির স্থান |
বিক্রয় ও বিতরণ বিভাগ/ইএসইউ এর দপ্তর |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
নির্বাহী প্রকৌশলী/ উপ-বিভাগীয় প্রকৌশলী/ সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী/ আবাসিক প্রকৌশলী |
প্রয়োজনীয় কাগজপত্র |
|
সেবা প্রাপ্তির শর্তাবলি |
বৈধ গ্রাহক হতে হবে |
সংশ্লিষ্ট আইন ও বিধি |
বিদ্যুৎ আইন [Electricity Act-1910, As Amendment -2006], Commercial Operation Procedure বিদ্যুৎ মূল্য হার ও নিয়মাবলি-১৯৭৯ |
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
মহাব্যবস্থাপক, বাণিজ্যিক পরিচালন/প্রধান প্রকৌশলী/তত্ত্বাবধায়ক প্রকৌশলী/নির্বাহী প্রকৌশলী/ আবাসিক প্রকৌশলী |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস